Saturday, October 13, 2018

হান্স ওয়ার্নার কন- এর কবিতা (অনুবাদ- হিন্দোল ভট্টাচার্য)




হান্স ওয়ার্নার কন একজন জার্মান আধুনিক কবি। ১৯১৬ সালে জন্ম। পেশায় মনস্তত্ববিদ। গেডিশটে বলে এক অসামান্য কাব্যগ্রন্থের রচয়িতা। কাব্যগ্রন্থটি প্রকাশ পায় ১৯৫০ সালে। খুব কম লেখেন এই কবি। আধুনিক রাজনৈতিক ভাবনা এবং ব্যক্তির নিঃসঙ্গতা এই কবির লেখনীতে ফুটে ওঠে।


গর্ত

তার ঘরের মেঝেতে একটি গর্ত ছিল
সেই গর্তের কিনারে তিনি বসবাস করতেন
খেতেন ঘুমোতেন ভালোবাসতেন সেই গর্তের ধার ঘেঁষে

কখনও কখনও সেই গর্ত তার কাছে অনেক ছোট হয়ে যেত।
তিনি খুব কষ্ট করে দেখতেন। গর্তের কিনারে ছিল যথেষ্ট থাকার জায়গা।

আবার কখনও সেই গর্ত অনেকটাই বড় হয়ে যেত। গর্তের ছোট্ট পরিসরে তিনি
নতজানু হয়ে থাকতেন। আর তাকিয়ে থাকতেন ঘণ্টার পর ঘণ্টা
গর্তের অতল অন্ধকারের দিকে।

কখনও কখনও তিনি সমস্ত বই, রেকর্ড, ছবি আর শব্দ  নিয়ে
গর্তে ফেলে দিতেন। চেষ্টা করতেন গর্তটা ভরে দিতে।

গর্তটা সবকিছুই গিলে নিত। কিন্তু পূর্ণ হত না।

বিরক্ত হয়ে, তিনি নিজেও সেই ঘর পালটে, অন্য কোনও ঘরে চলে যেতেন।
আর দেখতেন সেই ঘরের মেঝেতেও একই রকম একটি গর্ত।


ঘুম

ঘুম ঃ অন্ধকার করিডোর দিয়ে
ফিরে চলে যায়

যতক্ষণ না সহসাই স্বপ্নের আয়নায়
তুমি দেখতে পাও নিজেকেই দৌড়ে যেতে

আর তার সঙ্গে ধাক্কায় তুমি জেগে ওঠো


পতন

এক সকালে
তার মুখ আয়না থেকে পড়ে গেল
তার দু হাতে

সে, তাকে পড়তে দিল।


প্যারাডক্স

জ্ঞান
যা মৃত্যুর মতো উদাসীন
তুমি তার জন্য
উদাসীন
মৃত্যুর কাছে
একা
পড়ে আছ





No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে