Saturday, October 13, 2018

আলেজান্দ্রো পারোঞ্চি-র কবিতা (অনুবাদ- বেবী সাউ)







আলেজান্দ্রো পারোঞ্চি ইতালিয় কবি। ১৯১৪ সালে জন্ম। তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে বিখ্যাত I giorni sensibli (1941), Un'attesa (1949), Pietia Dell' atmosfera (1970)

বিচার

সেই ভয়ংকর সময় যখন এসে পড়ল
সময়, স্থান কাল যখন একসঙ্গে গলতে শুরু করল
এমন একটা বিশ্বে যেখানে সকলেই হঠাৎ অন্ধ হয়ে গেছে
আর তুমি, চিরকাল অন্ধ ছিলে, ধরে আছ আমার হাত

সান্ধ্য ভাষা 

তোমার অভিযোগ যে এই জীবনে কিছুই কখনও শেষ হয় না
ভালোবাসো
তা শেষ হয়ে যাবে

রাস্তা

যারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে
এবং যারা যাচ্ছে না
যারা ঘরে ফিরছে
এবং যারা বেরিয়ে যাচ্ছে
তাদের সকলকেই
সকালবেলায় ঘুম থেকে জাগিয়ে দিচ্ছে সে

সে, এক অস্থিরতা, এক আশ্রয়, যার
মাথার উপরে কোনও ছাদ নেই


জল

প্রবাহের মতো সরে যাও
জমে ওঠো
জীবনের মতো
ঝাঁপ দাও মোহানার দিকে
তোমার আদৌ কোনও গর্ভ নেই
ঠিকানাও না







No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে