Sunday, October 14, 2018

জো মাসোক্কো (অনুবাদ- জয়িতা ভট্টাচার্য)





সময়

টিক্ টিক্ টিক্ টিক্.....
বুকের ভেতর ক্রমাগত
বেজে যাচ্ছে জীবনের ঘড়িটা।

উজ্জ্বল আলোর মতো ঝলকে উঠছে
টাটকা তাজা স্মৃতিগুলো
লহমায়,
আবার তারা অস্পষ্ট উধাও।

যে মানুষগুলো ছিলো ভীষণ চেনা চেনা
ঠিকানাবিহীন তারাও আজ 
নিরুদ্দেশের পথে।

"সময়",একদিন উল্লাসে হয়ে গিয়েছিলো
শুধুই আমাদের,
আজ অনিকেত বিষাদে মলিন......

ডানা মেলে উড়ে যাচ্ছে বছরগুলো।
বন্ধুরা___ ওরা চলে গেছে, 
মরে গেছে কবে.....
আর আমিও জানি না সঠিক নিজেকেই
কখন বলতে হবে চিরবিদায়।

আহ্! যদি আবার,
আরো একবার ফিরে পেতাম 
"সেই সময়"......

প্রণয়ের মালা গাথা সেদিন যেমন ছিলো 
একান্ত আমারই ভালোলাগা "সময়" !

অথবা, আরো একটু যদি ফিরে 
দেখা যায়
ছোট্ট ছেলেটি, হাতে কুলফির কাঠি
সেই শৈশব.........
ক্রীশমাস ইভের রাতে এসেছিলো
 বুঝি জীবন্ত সান্তাক্লস্।

হায়! তবু ফিরে আসে বাস্তব,
ফিরে আসে এই শূন্য "সময়"
একাকী....
পরিবার__ঝাপসা হয়ে গেছে সুদূরে,
ভেসে গেছে আরো যা কিছু ছিলো
আশ্চর্য স্মরণীয় সব.........

টিক্ টিক্ টিক্ টিক্......
আহা, যদি এই ঘড়িটাকে শাসন করা যেত!

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে