Sunday, October 14, 2018

ল্যাংস্টোন হিউজ (অনুবাদ- সুবীর সরকার)





নাবিক


ঘুরন্ত ডেকের উপর বসে ছিলো সে
বাড়ি থেকে অর্ধ পৃথিবী দূরে
সে খাচ্ছিল ক্যপস্টেন সিগারেট
আর দেখে চলেছিল ফেনা মাখানো
         নীল রঙের ঢেউ
#
তার বাহুতে ছিলো এক মৎস্যকন্যা
যে নোঙর ফেলেছিলো বুকের গহনে
পিঠে উল্কি এঁকে সে কিন্তু পাখির
বাসায় নীল রঙের পাখি দেখেছিলো



(বিংশ শতকের আমেরিকান কবি।জন্ম-১৯০২,প্রয়াণ-১৯৬৭
নিজের সঙ্গেই কথা বলতেন এই আত্মমগ্ন কবি।)


No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে