Friday, October 12, 2018

গল্প- এডগার ওমর অ্যাভাইলস ( অনুবাদ- চন্দন ঘোষ)




ভালোবাসা
 

মেয়েটি কান্নায় ভেঙে পড়তে পড়তে বল্ল, "মা, আমি এখন নিশ্চিত যে ঈশ্বর অবশ্যই আছেন, এবং তিনি প্রেমময়!"

"কীভাবে তুমি এত নিশ্চিত হচ্ছ?"

" আমি তাঁকে দেখেছি এবং তিনি আমার সঙ্গে স্বর্গ থেকে কথা বলেছেন।" মেয়েটি এত আত্মবিশ্বাসের সঙ্গে ও এত উষ্ণতা মাখা কণ্ঠে উত্তর দিল যে তার মার আর কিছু করার ছিল না; সে শুধু, যে ছুরি দিয়ে পেঁয়াজ কাটছিল, সেটা মেয়েটির শরীরে ঢুকিয়ে দিল।
   
       মেয়েটির বয়স খুব অল্প। এখনও পাপ তাকে স্পর্শ করেনি। কিন্তু তার জীবন খুবই কষ্টের। তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হয়। এবং অবশ্যই আর অল্প কিছু দিনের মধ্যেই সে তার শরীর বিক্রি করতে বাধ্য হবে। তখন সেই মহিমাময় স্বর্গ বা তার প্রেমময় ঈশ্বর তাকে আর কিছুতেই গ্রহণ করবে না ।

       তখন তার আর নরকে যাওয়া ছাড়া কোনও গতি থাকবে না, এই কথা ভাবতে ভাবতে মা তার হাতের ছুরিটা দশম বারের জন্য তার শরীরে ঢুকিয়ে দিল। 

(তোশিয়া কামেই-এর ইংরাজি অনুবাদ থেকে)


এডগার ওমর অ্যাভাইলস ১৯৮০সালে মোরেলিয়া, মিচোয়াকানে জন্মগ্রহণ করেন। তিনি অনেকগুলি গ্রন্থের রচয়িতা। এদের মধ্যে 'লা নোশে এস লুজ ডি উন' 'সোলো নেগ্রো', 'গুইচি', 'লুনা সিনেমা', 'নো রেসপিরামস:ইনফ্লামাস ফ্যান্টাসমাস' উল্লেখযোগ্য। তাঁর গল্প 'দি বেস্ট মেক্সিকান শর্ট স্টোরিজ'এ প্রকাশিত হয়েছে।

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে