Sunday, October 14, 2018

কবিতা মৃন্ময় চক্রবর্তী






সকাল

সকালের আলোটা কেউ নিয়ে চলে গেছে
মাটিতে ছড়িয়ে আছে ফুল।
এত মেঘ যে কোত্থেকে আসে এখানে,
আর অন্ধকারে রেখে যায় আমাকে!
নিয়নের আলোয় শুধু কাগজের ফুলটা দোলে,
নির্বিকার।

বদল

মানুষ ঘন ঘন পাল্টে যায়
কুঁড়িরা বদলে ফেলে ডাল।
রোজ যে গাছে জল দিয়েছে
সে নয়
বরং, কী আশ্চর্য, যে ছিঁড়ে নিয়েছে
বোঁটা থেকে
তার কাছেই আমৃত্যু গন্ধ বিলোয় ফুল।
জীবন কত কী শেখায়
কত কিছুই !

অপেক্ষা

তোমার দিকে মনের হাওয়ামোরোগ ঘুরেই আছে
অনেকদিন
তোমার কাছে যাবার জন্য পায়ের তলায় চাকাগুলো
বহুদিন থেকেই অস্থির
কিন্তু তোমার লন্ঠনের আলো তো এদিকে এসে পৌঁছায়নি
এদিকের অন্ধকার তো তোমার খুবই অচেনা।

২৩.০৯.১৮



No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে