Friday, October 12, 2018

কবিতা- সালভাতোর কোয়াসিমন্ডো (অনুবাদ- বেবী সাউ)






সালভাতোর কোয়াসিমন্ডো (১৯০১-১৯৬৮) এক ইতালিয় কবি। ১৯৫৯ সালে নোবেল পুরস্কার পান। তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে বিখ্যাত Acqua e terra (1930), Oboe Summerso ( 1932), Erato e Apollion (1936), Poesie (1938) প্রভৃতি।



রাত্রির প্রতি

বিস্মৃত্ম, আমি উঠে পড়লাম
তোমার গর্ভ থেকে
কাঁদলাম
দেবদূতরা বোবামুখে আমার সঙ্গে
হেঁটে গেল
জড়, শ্বাস নেয় না
প্রতিটি কণ্ঠ খুব চাপা
কবর দেওয়া আকাশগুলি দীর্ঘশ্বাস ফেলছে।

তোমার প্রথম মানুষটি জানে না কিছুই তবু
যন্ত্রণা পায়


আর সহসা সন্ধ্যা নামে

পৃথিবীর বুকের উপর প্রত্যেকেই একাকী দাঁড়িয়ে আছে
সূর্যের একটি অবাক আলোয় স্থির
আর সহসাই সন্ধে নামল



উইলো শাখাগুলি নিয়ে

বিদেশি পায়ের শব্দ বুকে
কীভাবে গাইতাম


সকলেই পরিত্যক্ত, সারিবদ্ধ, মৃত, বাগানের
ঘাসের উপরে শুয়ে আছে

কী বরফ চোখ

কসাইখানার শিশু ভেড়াদের মতো কান্নায়
বাচ্চাদের মুখ

তাদের মায়েরও কান্না অন্ধকার, যখন তারাও
নিজেদের সন্তানের মৃতদেহ খুঁজে নিতে যায়

আমাদের বাঁশির মতো করুণ
স্তব্ধ, কোনও বাতাস বইছে না

উইলো গাছের শাখাগুলির নীচে
বহুদিন কোনও বাতাস বইছে না





No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে